৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ জব্দ
- আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:০৩:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:০৩:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্ত এলাকায় চোরাই পথে আসা ২৮৪টি ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবি। জব্দ কর্তৃক মদের আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। সোমবার (১০ মার্চ) ভোরে উপজেলার যাদুকাটা নদী থেকে মদের বোতলগুলো জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি গোপন সংবাদের ভিত্তি অভিযান চালায় এসময় চোরাকারবারিরা যাদুকাটা নদী থেকে ২৮৪ বোতল ভারতীয় মদ রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ