ধর্মপাশায় মতবিনিময় সভা
- আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৯:৫৪:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৯:৫৪:২১ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সোমবার বেলা ১২টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বিঘ্নে বোরো ফসল কর্তনের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। এতে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ভর্তুকিতে পাওয়া কম্বাইন হারভেস্টারের (কাটা, মাড়াই ও ঝাড়াই যন্ত্র) ৪০জন মালিক অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, কম্বাইন হারভেস্টার মালিক সিদ্দিক মিয়া, বিকাশ রঞ্জন তালুকদার, আবদুর রউফ, মঞ্জু মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ