অধিকার-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
- আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:১৬:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:১৬:৩৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। নারীদের প্রতি বৈষম্য করা যাবে না।
অধিকার-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আল-হেলাল, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, কৃষকনেতা সিরাজুল ইসলাম, অনির্বাণ মহিলা সংঘের সভানেত্রী শিল্পী বেগম, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, রুশনা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ