স্টাফ রিপোর্টার ::
ছাতক থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আমিন (৫৪)। সে ছাতক থানার অন্তর্গত লক্ষমসোম গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ছাতক থানাধীন জাউয়াবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নূরুল আমিনের কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক বোতল ভারতীয় মদ এবং নগদ ২,৪১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃত নূরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ছাতকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:০৮:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:৫৪:৪০ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ