গণতান্ত্রিক মহিলা সমিতির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১১:৫৫:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১১:৫৫:৪৮ অপরাহ্ন

আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীপালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকারের সভাপতিত্বে ও সদস্য প্রাপ্তি সরকারের পরিচালনায় রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি ও লেখক সৌরভ ভূষণ দেব, সুনামগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম। সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবসের উপর লিখিত বক্তব্য পাঠ করেন জনতা সরকার। সভায় বক্তারা বলেন, নারী মুক্তির লক্ষ্য অর্জনে সকল সাম্রাজ্যবিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের বিকল্প নেই। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ