স্টাফ রিপোর্টার::
প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়ী, মিডিয়াকর্মীসহ সাধারন জনগনের সম্মানে জামালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার (৬মার্চ) দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসায় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। এসময় জমিয়ত নেতা মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা এখলাছুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান।জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জমিয়তের সিনিয়র সভাপতি মাওলানা খুরশেদ আলম, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাও.আলী আকবর, ইসলামী আন্দোলন উপজেলা সহ সভাপতি মাওলানা মফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন যুবদলের আহব্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ও হাবিবুর রহমানসহ বিভিন্ন দলের রাজনৈতিক, সামাজিক, মিডিয়া ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০১:৫২:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০১:৫২:২৩ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ