শাল্লা বড়গাঁও ইয়ারাবাদ জলমহালে কোটি টাকার মাছ লুট
- আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলার লুট হওয়া বড়গাঁও ইয়ারাবাদ জলমহালে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন জলমহালের ইজারাদার ভাটি ইয়ারাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি। ক্ষতিগ্রস্ত ইজারাদার শাল্লা উপজেলার ভাটি ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা। বৃহ¯পতিবার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে আবেদন দেন তিনি।
আবেদনে তিনি উল্লেখ করেন, জলমহালটি উন্নয়ন পরিকল্পনায় ভূমি মন্ত্রণালয়, সায়রাত অধিশাখা-১ এর স্মারক নং ৩১.০০.০০০০.০৫০.৬৮.০১৩.২০২০-২০৫, তারিখ- ২৪/০২/২০২০ খ্রিঃ মোতাবেক ১৪২৭-১৪৩২ বাংলা সন মেয়াদে ইজারাপ্রাপ্ত হয়ে যথারীতি চুক্তি স¤পাদন ক্রমে জলমহালের দখলপ্রাপ্ত হয়ে নির্ধারিত ইজারা মূল্য ও অন্যান্য করাদি পরিশোধ করে জলমহালটি ভোগ-দখল করেন। ইজারা মেয়াদের ১ম দফায় জলমহালটিকে মৎস্য অভয়াশ্রমে পরিণত করে মৎস্য আহরণ স¤পন্ন শেষে ২য় দফায় অর্থাৎ ১৪৩০-১৪৩২ বাংলা সন মেয়াদে আবারো কোটি টাকা ব্যয়ে জলমহালটিকে মৎস্য অভয়াশ্রমে রূপান্তর করা হয়। ৪ মার্চ ভোর থেকে বিল সংশ্লিষ্ট এলাকাসহ আশে-পাশের এলাকার প্রায় হাজার হাজার লোকজন ‘মব’ সিস্টেমে ইজারাকৃত জলমহালের মৎস্য অভয়াশ্রমে নেমে পলো, জালসহ মাছ ধরার অন্যান্য সামগ্রী দ্বারা প্রকাশ্য দিবালোকে মাছ লুট করে নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ইজারাদার।
উল্লিখিত বিষয়টি মানবিক বিবেচনা ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ