সুনামগঞ্জ , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ! দোয়ারাবাজার-শ্রীপুর-কাফলাবাজার সড়ক, হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের পিচ সুজনের মানববন্ধন : সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৯ বিষয়ে একমত এনসিপি-মজলিস ধর্মপাশায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার উকিলপাড়ায় পুরাতন ইটের সুরকি দিয়ে চলছে ড্রেন নির্মাণ ভরাট হচ্ছে নদ-নদী ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ হাওর ইজারা বন্ধ করতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি
টাঙ্গুয়ার হাওর এখন - ১

হারিয়ে যাচ্ছে মিঠাপানির মাছের জলাশয়

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:২৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:৩৩:১২ পূর্বাহ্ন
হারিয়ে যাচ্ছে মিঠাপানির মাছের জলাশয়
শামস শামীম::
টাঙ্গুয়ার হাওর ঘুরে এসে :: টাঙ্গুয়ার হাওরপাড়ের গ্রাম জয়পুরের কৃষক আলমগীর বাড়ির পেছনের বাগমারা জলমহাল দেখিয়ে বলেন, ‘আমরা ছোটবেলা তনে দেখতাছি, টাঙ্গুয়ার আশেপাশে বহুত জাগা গভীর আছিল। ই গভীর এখন বান্দের মাইট্যে ভরি গেছে। আগে পানি থাকতো। অনে গরু ঘাস খায়, আমরার বাচ্চা-কাচ্চারা খেলে।’ টাঙ্গুয়ার হাওরের মিঠাপানির মাছের আধার ঐতিহ্যবাহী বিল চোখের সামনে হারিয়ে যেতে দেখে এই কৃষকের কণ্ঠে আফসোস ঝরে। শুধু বাগমারা খালই নয় ‘ছয় কুড়ি বিল’ খ্যাত হাওরটির বাগমারা গ্রুপ বিল, টানেরগুল, মাঝেরগুল, লামারগুল, রাঙামাটি, সমসাগর, এরাইল্যাকুনা, নাইন্দা, সংসা ও ছড়ার বিলসহ অন্তত ১০টি বিল এখন হারিয়ে যাওয়ার পথে। বিশ্বঐতিহ্য টাঙ্গুয়ার হাওর সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। মাদার ফিসারিজ হিসেবে পরিচিত দেশেন ৬টি স্পটের একটি এই হাওর। ‘নয়কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ এই প্রবাদটি টাঙ্গুয়ার হাওরের বিপুল মৎস্যসম্পদের ঐতিহ্যের আধার জলাশয় মাছের পাশাপাশি জলজ উদ্ভিদ বৈচিত্রেরও আধার। মাছের সঙ্গে নানা প্রজাতির জলজ-জীববৈচিত্র্যেরও বাস্তুসংস্থান আছে হাওরের মিঠাপানির জলাশয়ে। জলবায়ু পরিবর্তনজনিত কারণ ও অপরিকল্পিত ফসলরক্ষা বাঁধের মাটিতে প্রতিনিধি ভরাট হয়ে ‘নয় কুড়ি’ বিলের হাওরটি এখন চরম সংকটে। জলাশয়গুলো শুকিয়ে এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর ‘বায়োডাইভারসিটি অফ টাঙ্গুয়ার হাওর : এ রামসার সাইট অফ বাংলাদেশ’ দ্বিতীয় ভলিয়ামে উল্লেখ রয়েছে টাঙ্গুয়ার হাওরে প্রায় ৫৪টি বিল (জলাশয়) ছিল। এগুলোকে হাওর জলাভূমির উদ্ভিদ, মিঠাপানির মাছ এবং জলাভূমি সংশ্লিষ্ট বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে উল্লেখ করে বারোমাসই বিলগুলোতে পানি থাকতো বলে উল্লেখ করা হয়। সূত্র মতে, টাঙ্গুয়ার হাওরের জলাশয়ের সম্মিলত আয়তন প্রায় ৩ হাজার ৬৫১.৮৭ হেক্টর। সর্বশেষ জরিপে বাফার জোনে ৪০টি ও কোর জোনে ৯টি জলাশয়ের উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ১৬০ বর্গ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ৮০২.৩৬ হেক্টরই স্থায়ী জলাশয় বা বিল। এখনো টাঙ্গুয়ার হাওরকে দক্ষিণ এশিয়ার ‘গুরুত্বপূর্ণ’ জলাভূমি হিসেবে বিবেচনা করা হয়। টাঙ্গুয়ার হাওরে প্রাণ ও প্রকৃতি নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন সিএনআরএস সূত্রে জানা গেছে, ১৯৯২ সনে বাংলাদেশ সরকার রামসার (আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি) কনভেনশন অনুমোদন করে। ১৯৯৭ সালে টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়। ১৯৯৯ সালে হাওরটিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণার পর ২০০০ সালে হাওরের মূল্যবান সম্পদ সংরক্ষণের উদ্যোগ ও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়। ২০০৩ সালে প্রকল্পটি অনুমোদনের পর টানা দেড় যুগের বেশি সরকারি-বেসরকারিভাবে সংরক্ষিত হয়। ২০১৬ সনে প্রকল্প শেষ হওয়ার পর আবার ২০২২ সনে প্রতিবেশ প্রকল্পে বেসরকারি সংস্থা সিএনআরএ কাজ করছে। তবে এই কাজও গত মাস থেকে বন্ধ আছে। সূত্র জানায়, ১৯৯৭ সনের এক জরিপে টাঙ্গুয়ার হাওরের বিলগুলোতে ৩৫ পরিবারের ১৪১ জাতের মাছ পাওয়া গিয়েছিল। দেশের মিঠাপানির মাছের অর্ধেক আছে এই হাওরটিতে। ছিল বিপন্ন মহাশোল মাছও। আলমের ডোহার নামের জলাশয়টি চিতল মাছের জন্য বিখ্যাত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। গত ২৪ ফেব্রুয়ারি টাঙ্গুয়ার হাওর সরেজমিন ঘুরে দেখা গেছে, পাটলাই নদীর দুই তীরে জাঙ্গাল কেটে হাওরের ফসলরক্ষা বাঁধের মাটি কাটা হচ্ছে। কোথাও কোথাও মাটি কেটে খালের রূপ দেওয়া হয়েছে। কোথাও জমির রূপ পেয়েছে ফসলি ক্ষেতে। এই মাটিই বর্ষায় গড়িয়ে পড়ছে নিচু ভূমি হাওর জলাশয়ে। আর একের পর এক ভরাট হচ্ছে মাছের আধার জলাশয়। আইইউসিএন কর্তৃক টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ জরিপের তালিকা ধরে বাগমারা গ্রুপ জলমহালে গিয়ে দেখা যায়, সেখানে কান্দার পশ্চিম-পূর্ব দিকের জলাশয় শুকিয়ে গেছে। বকের দল খাবার খাচ্ছে। জলাশয়ের পূর্বের অংশে গবাদিপশু খাবার খাচ্ছে। নারীরা লাকড়ি কুড়াচ্ছেন। ভেসে ওঠছে বর্ষায় মাছধরার ‘কিরণমালা চাঁই’। টানেরগুল, মাঝেরগুল, লামারগুল বিলও শুকিয়ে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এগুলোর পাশাপাশি রাঙামাটি, সমসাগর, এরাইল্যাকুনা, নাইন্দা, সংসা, ছড়ার বিলও শুকিয়ে গেছে। এছাড়াও বেরবেররিয়া বাগমারা বিলের আরো কয়েকটি গ্রুপ বিল শুকিয়ে গেছে। এভাবে হাওরের ঐতিহ্যবাহী ও মাছের আধার বিলগুলো দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে। জয়পুর গ্রামের কৃষক মো. নূরুল আমিন তার বাড়ির পেছনের বাগমারা গ্রুপ জলমহাল দেখিয়ে বলেন, বারোমাস এই জলাশয়ে পানি থাকতো। এখন গরু ঘাস খাচ্ছে। ৮-১০ বছরে চোখের সামনে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। তিনি বলেন, একসময় এমন দিন আসবে হাওর ও জলাশয় খনন করা লাগবে। না হলে হাওরের ও জলাশয়ের অস্তিত্ব থাকবেনা। জয়পুর গ্রামের কৃষক মনির উদ্দিন বলেন, ‘বিল চর অইগেছে। অনে পাখিও নাই মাছও নাই। বাঁধ দেওয়ানে বিল চর অইগিছে।’ সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি সাইফুল আলম সদরুল বলেন, কুগ মিশন পরিকল্পনার অংশ হিসাবে গঠিত পানি উন্নয়ন বোর্ড পরবর্তীতে যত বাঁধ, স্লুইস গেইট, হাওর রক্ষা বাঁধ কার্যক্রম বাস্তবায়ন করেছে সবখানে প্রাকৃতিক বিপর্যয় ডেকে এনেছে। পাউবো’র বাঁধের কুফল পড়েছে আন্তর্জাতিক রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে। বাঁধের মাটিতে মিঠাপানির মাছের আধার জলাশয়ও ভরাট হয়ে যাচ্ছে। এতে মাছের সঙ্গে জলজ উদ্ভিদও হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, হাওরাঞ্চলের উন্নয়নে হাওর, বন, মাছ, পরিবেশ, প্রকৌশলী ও স্থানীয় অংশীদারদের মতামতের ভিত্তিতে নতুন পরিকল্পনা করতে হবে।
প্রাণবৈচিত্র গবেষক পাভেল পার্থ বলেন, হাওর-জলাশয়-নদী ভরাট হওয়ার দুই কারণ। একটি কারণ আভ্যন্তরীণ। এটা পাউবো’র বাঁধের ফলে। আরেকটি কারণ আন্তঃরাষ্ট্রীয়। ভারতের মেঘালয়ের পাশে অবস্থিত হওয়ায় পলি-বালিরও স্তূপও আসছে। তাই স্থানীয়ভাবে মহাপরিকল্পনার পাশাপাশি আন্তরাষ্ট্রিক সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, কৃষকের ক্ষেত থেকে ও উঁচু জায়গা থেকে মাটি নেওয়া হয় ফসলরক্ষা বাঁধের জন্য। তবে বর্ষায় এসব মাটির অংশ হাওরের নিচু ভূমিতে গিয়ে জলাশয়সহ নিচু এলাকার ভূমি ভরাট হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ!

‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ!