টিসিবি’র পণ্য বিক্রি শুরু
- আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৭:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৭:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় টিসিবি’র পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। ঈশিকা এন্ড ঈশান ভেরাইটিজ স্টোরের উদ্যোগে টিসিবি’র এই পণ্য বিক্রি করা হয়।
বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা। এই পরিমাণে পণ্য প্রতিজনের মধ্যে বিক্রি করা হচ্ছে।
পণ্য বিক্রয়কালে তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের আনসার-ভিডিপি’র সদস্য রিয়া রায়।
ঈশিকা এন্ড ঈশান ভেরাইটিজ স্টোরের মালিক পিলিপ রায় জানান, আমরা আজ প্রথম শহরের শান্তিবাগ এলাকায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু করেছি। শহরের বিভিন্ন স্থানের ৫টি সেন্টারে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ