দিরাইয়ে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন
- আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১২:৩৪:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১২:৩৪:৪০ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে প্রান্তিক কিশোরীদের নিয়ে ১ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারাইনপুর গ্রামে সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। আজকের সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে লেখাপড়ার পাশাপাশি পোশাক তৈরি ভূমিকা রাখতে পারবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে উপজেলা প্রশাসন সাধ্যমত সহযোগিতা করবে। প্রান্তিক কিশোরী মেয়েদের এমন আগ্রহ দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, প্রশিক্ষক ছাবিকুন নাহার, সাংবাদিক আয়ূমান আহমেদ, হাজেরা বেগম প্রমুখ। ২৫ জন প্রশিক্ষণার্থী কে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ