জামালগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন
- আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৩৮:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৩৮:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম, জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ আলম মুসা, জামিল হোসেন, আফজাল হোসেন, মোজাহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার লোকজন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ