বিজিবি’র অভিযানে ৫টি ভারতীয় গরু জব্দ
- আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৩৫:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৩৫:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। রবিবার (২ মার্চ) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ পেকপাড়া বিওপি কর্তৃক ৫টি গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় পেকপাড়া বিওপি কর্তৃক ৫টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ