শুরু হল সিয়াম সাধনার মাস
- আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আজ রোববার (২ মার্চ) থেকে শুরু হলো মাহে রমজানের সিয়াম সাধনা। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়েছেন তাঁরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজানের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শনিবার (১ মার্চ) রোজা শুরু করেছেন। তাঁরা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি সনের মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ