সুনামগঞ্জ , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত চারটি নৌ-অ্যাম্বুলেন্স অকেজো একদিনও সেবা পায়নি চার উপজেলার মানুষ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’

স্বস্তি নেই ফলের বাজারেও

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫৩:১১ পূর্বাহ্ন
স্বস্তি নেই ফলের বাজারেও
স্টাফ রিপোর্টার :: পবিত্র মাহে রমজানের শুরুতেই সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে সব ধরনের ফলের দাম। ইতোমধ্যে বিভিন্ন ফলের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। আগামী ১-২ দিনের মধ্যে ফলের নতুন চালান না আসলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বাজারের খুচরা ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, প্রতিবছরই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বাজারে ফলের দাম বৃদ্ধি পায়। এবছরও ফলের বাজারে স্বস্তি নেই। তাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বৃদ্ধি করছেন। রমজানে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, রমজানে অন্যান্য দ্রব্যের পাশাপাশি ফলের চাহিদা অনেকটা বেশি থাকে। যার কারণে দাম কিছুটা বাড়ে। বাজারে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ফল না পাওয়ায় দাম আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ পৌর শহরের বেশ কিছু ফলের দোকান ঘুরে দেখা যায়, কমলা কেজি প্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকা। আপেল বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকা, মাল্টা ৩০০-৩১০, আঙ্গুর (সাদা) ৩৩০-৩৫০, আঙ্গুর (কালো) ৪৮০-৫০০, ডালিম ৩৫০-৩৬০, পেয়ারা ১০০-১২০ টাকা, খেজুর (জিহাদী) ২৯০-৩০০ টাকা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে। তরমুজের দামও বেড়ে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হবে। এভাবে ফলের বাড়তি দামে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে আসা ক্রেতা আবুল হাসনাত বলেন, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। আগে আপেল ১৬০-১৮০ টাকায় পাওয়া যেত কিন্তু এখন দাম ২৫০ টাকার উপরে। এভাবে দাম বাড়তে থাকলে ফল ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আরিফ মিয়া নামের এক ক্রেতা জানান, রমজানে তো সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো তাঁরা যেন নিয়মিত বাজার মনিটরিং করেন। তাহলে এতো সহজে ব্যবসায়ীরা দাম বাড়াবে না। লোকমান মিয়া বলেন, কয়েকদিন আগেও সবকিছুর দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে দাম বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে বিভিন্ন সময়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে বাজারে কোনো ধরণের সিন্ডিকেট আছে কি-না তা প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে দাম কিছুটা কমবে। খুচরা ব্যবসায়ী রাজিব মিয়া বলেন, ফলের দাম বাড়তির দিকে। বিভিন্ন ফলে ২০-৩০ টাকা প্রতি কেজিতে দাম বেড়েছে। বেশি দামে ক্রয় করার কারণে কিছুটা বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে দাম আরও বাড়তে পারে বলে জানান তিনি। ব্যবসায়ী ছাদিক জানান, বাজারে পর্যাপ্ত ফল পাওয়া যাচ্ছে না। এ কারণে বেশি দামে কিনতে হচ্ছে, এখন দাম বেশি দিয়ে কিনে আমরা তো আর কম দামে বিক্রি করতে পারি না। আমরা সব সময়ই চেষ্টা করি কম দামেই বিক্রি করার। সুয়েল মিয়া নামের আরেক ব্যবসায়ী বলেন, রমজান মাসকে সামনে রেখে বাজারে ফলের দাম বাড়ছে। কয়দিন আগেও দাম তুলনামূলক অনেক কম ছিল। কিন্তু এখন দাম বাড়ছে। এই দাম বাড়ার প্রবণতা পুরো রমজানজুড়েই থাকবে। আমাদের মতো সাধারণ বিক্রেতাদের করার কিছুই নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত