সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:২২:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক প্রবাসীর পৈতৃক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে একটি চক্র। ভুক্তভোগী পরিবারের লোকজন আইনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার। চরম আতঙ্কে ভোগছেন প্রবাসীর পরিবারের সদস্যরা। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের আসামমুড়া মৌজার এস.এ জে.এল নং ২৫৫, এস.এ খতিয়ান নং-৩৭,১/১৮,০৭,৪৩,১৫,১০০,১৯,৬২,৩৯ এস.এ দাগ নং-০৬, বতর্মাণ খতিয়ান নং ১৭০, জে.এল নং ৩৪, দাগ নং-৮, পরিমাণ-৫.৬৯৫০ একর লায়েক পতিত ও বোরো ভূমি রয়েছে। ভূমিটির প্রকৃত মালিক আসামমুড়া গ্রামের মৃত সুফি মিয়ার উত্তরাধিকারী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জায়গার বেশির ভাগ অংশে ধান চাষাবাদ করা হয়েছে। কিছু অংশে একটি টিনের চালার ছোট ঘর রয়েছে। মূলত এই ঘরটি রাতারাতি নির্মাণ করেছেন ওই গ্রামের সমছুল মিয়ার ছেলে শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম। বাকি অংশে চাষাবাদ করেছেন প্রবাসী পরিবারের লোকজন। পুরো জায়গার চার পাশে সীমানা পিলার রয়েছে। আসামুড়া গ্রামের প্রবাসীর জায়গায় রাতের আধারে ঘর নির্মাণকারী শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম জানান, আমরা এই জায়গাটি গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে ক্রয় করেছি। অজুদ মিয়া আমাদেরকে এই জায়গাই ঘর নির্মাণের জন্য বলেছেন তাই আমি এখানে ঘর নির্মাণ করেছি। আমি জায়গা ক্রয় করে মালিক হয়েছি। তবে এখন শুনতে পেরেছি জায়গাটি জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েতরা অবগত রয়েছেন। থানা পুলিশ আমাদেরকে বলেছেন এই জায়গায় আপাতত কোন কাজ না করার জন্য। আমরা আর তেমন কোন কাজ করিনি। গ্রামের মুরব্বী নজরুল ইসলাম ও তালেব আলী জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। কিছুদিন আগে গ্রামের শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম যে জায়গায় ঘরটি নির্মাণ করেছেন সেটি প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের পৈতৃক স¤পত্তি। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন। ভুক্তভোগী সাইফ উদ্দিনের স্ত্রী ঝুমা আক্তার জানান, আমাদের ঘরে পুরুষ মানুষ বলতে কেউ নাই। আমার স্বামী ও আমার ভাশুর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এই জায়গাগুলোতে আমরা চাষাবাদ করে আসছি। একটি চক্র আমাদের পরিবারের অগোচরে রাতের আধারে জমিগুলো দখল করার চেষ্টা করে যাচ্ছে। আমরা বৈধ মালিক হয়েও কোন আইনী প্রতিকারও পাচ্ছি না। চক্রটি আমাদের সব জমিই দখলে নিতে চাইছে। আমরা খুবই আতঙ্কে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই ভূমিখেকো চক্রের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের ভগ্নিপতি উপজেলার গাজীনগর গ্রামের নুরুল হক জানান, আমরা থানা ও কোর্টে অভিযোগ দিয়েছে। আমার শ্বশুরের বৈধ সম্পত্তি একটি ভূমিখেকো চক্র দখল করে নিতে চাচ্ছে। কিছু জায়গায় তারা রাতের আধারে ঘর নির্মাণ করেছে। এই চক্রটি আইন আদালত কিছুরই তোয়াক্কা করে না। আমার শ্বশুরের বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা জমিগুলো দখল করতে চাইছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিলেন প্রবাসীর স্ত্রী ঝুমা আক্তার। তবে জায়গা সংক্রান্ত কাজ আমাদের না। আমরা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষের মধ্যে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য উভয়পক্ষের সাথে কথা বলেছি। মূলত জয়গা সংক্রান্ত কাজ মহামান্য আদালত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স