সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যবেক্ষণের সময় হয়তো আমাকে তাজমহল দেখানো হয়, দিল্লির বস্তি দেখানো হয় না সাবেক ইউএনও, পাউবো কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে কৃষকের মামলা পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা বাজার মনিটরিং কমিটির অভিযান, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জ বিএনপি’র নবগঠিত কমিটি প্রত্যাখ্যান শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা আমবাড়ি বাজারে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল গণগ্রন্থাগার ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ শাল্লায় গুরুত্বপূর্ণ স্থানে নেই প্রকল্প : হুমকির মুখে বোরো ফসল শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ, কুশিয়ারা নদীর পাড় কেটে সাবাড় হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন শান্তিগঞ্জে দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই পদত্যাগ করলেন নাহিদ ইসলাম টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু পথে যেতে যেতে পথচারী সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধান থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে

আমবাড়ি বাজারে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল গণগ্রন্থাগার

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:১৫:৫৫ পূর্বাহ্ন
আমবাড়ি বাজারে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল গণগ্রন্থাগার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে স্থানীয় তরুণ-যুবকদের সামাজিক সংগঠন ‘পরিবর্তন’-এর উদ্যোগে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে ‘পাবলিক লাইব্রেরি’ নামের এই গণগ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আমবাড়ি উচ্চবিদ্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা ভবনে এটি স্থাপন করা হয়েছে। আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে গ্রন্থাগারোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত দেন স্থানীয় বাসিন্দা সমাজকর্মী অ্যাডভোকেট মোহাম্মত মনির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রভা রানী কর, সিলেটের সাংবাদিক ও পাঠাগার আন্দোলনের সংগঠক প্রণবজ্যোতি পাল, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর শর্মা চৌধুরী, পরিবর্তন সামাজিক সংগঠনের সদস্য তারেক রহমান সোহাগ। গ্রন্থাগার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত তরুণেরা জানান, এলাকার মানুষকে বইপড়ায় উদ্বুদ্ধ করতেই তারা এটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এর সঙ্গে প্রবাসে থাকা এলাকার তরুণেরাও যুক্ত রয়েছেন। বই, আসবাবপত্র কেনায় সংগঠনের সদস্যরাই অর্থ দিয়েছেন। আলোচনায় বক্তারা বলেন, বই মনের দরজা খুলে দেয়, ভাবনার জগতকে প্রসারিত হবে। বইপাঠ একজন মানুষকে সৃজনশীল, আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে। ভালো কাজে প্রেরণা জোগায়। বক্তারা আরও বলেন, একটি পাঠাগার একটি এলাকাকে বদলে দিতে পারে। তাই বইয়ের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে বইপড়ায় উৎসাহ দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পর্যবেক্ষণের সময় হয়তো আমাকে তাজমহল দেখানো হয়, দিল্লির বস্তি দেখানো হয় না

পর্যবেক্ষণের সময় হয়তো আমাকে তাজমহল দেখানো হয়, দিল্লির বস্তি দেখানো হয় না