সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যবেক্ষণের সময় হয়তো আমাকে তাজমহল দেখানো হয়, দিল্লির বস্তি দেখানো হয় না সাবেক ইউএনও, পাউবো কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে কৃষকের মামলা পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা বাজার মনিটরিং কমিটির অভিযান, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জ বিএনপি’র নবগঠিত কমিটি প্রত্যাখ্যান শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা আমবাড়ি বাজারে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল গণগ্রন্থাগার ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ শাল্লায় গুরুত্বপূর্ণ স্থানে নেই প্রকল্প : হুমকির মুখে বোরো ফসল শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ, কুশিয়ারা নদীর পাড় কেটে সাবাড় হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন শান্তিগঞ্জে দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই পদত্যাগ করলেন নাহিদ ইসলাম টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু পথে যেতে যেতে পথচারী সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধান থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ সম্পন্ন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৬:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৬:৫৬:১৫ অপরাহ্ন
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান। বাংলাদেশ আনসার ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যাট রুবায়েত বিন সালাম'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ জেলার অধিনায়ক লে. কর্ণেল শাহিন আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে বিভিন্ন নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনী নিজেদের উৎসর্গ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি৷ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা, দলনেত্রী , ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতিস্বরুপ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আনসার ও ভিডিপি ৪ জন সদস্যকে সাইকেল, ৪ জনকে সেলাইমেশিন ও ১০ জনকে ছাতা উপহার দেওয়া হয়েছে।
এছাড়া আনসার ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যাটের পক্ষ থেকে আরও ৪ জন কে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পর্যবেক্ষণের সময় হয়তো আমাকে তাজমহল দেখানো হয়, দিল্লির বস্তি দেখানো হয় না

পর্যবেক্ষণের সময় হয়তো আমাকে তাজমহল দেখানো হয়, দিল্লির বস্তি দেখানো হয় না