সুনামগঞ্জ , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের সেতু নির্মাণের এক যুগেও হয়নি সংযোগ সড়ক জামালগঞ্জে কাবিটা মনিটরিং কমিটির বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত বালুভর্তি ১২টি নৌকা ও ড্রেজার মেশিন আটক তিনি ছিলেন সহজ-সরল মানুষ ১০৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আব্দুস সামাদ আজাদ : মাটি থেকে মহিরুহ দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলন : অলি আহমদ সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে : ভারতের সেনাপ্রধান অর্থ ছাড়ে গড়িমসি: এক মাসেও শুরু হয়নি অনেক বাঁধের কাজ সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর বালু সরিয়ে মাটি দিয়ে তৈরি হচ্ছে ফসলরক্ষা বাঁধ ৭২’র সংবিধান বাতিল করা যাবে না, ৩৬ বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদ জামালগঞ্জে তরুণকে গলা কেটে ও কুপিয়ে হত্যা সকলের সহযোগিতায় আমরা দেশের উন্নয়ন করবো : জেলা প্রশাসক ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি : প্রধান উপদেষ্টা কী পরিবর্তন, কিসের নতুন বাংলাদেশ হলো? সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি বদলে যাওয়া পার্কে দর্শনার্থীর ভিড়, পার্কটিকে জেলার একমাত্র বৃহৎ পার্কে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সবজির দরে ধস: ভোক্তারা স্বস্তিতে, চাষীরা হতাশায়

বৃক্ষমেলায় বাহারি গাছের সমাহার, সুলভ মূল্যে মিলছে গাছের চারা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:৪৬ পূর্বাহ্ন
বৃক্ষমেলায় বাহারি গাছের সমাহার, সুলভ মূল্যে মিলছে গাছের চারা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় দেশী-বিদেশী প্রজাতির গাছের চারা সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি ব্যবসায়ীদের ৩২টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিটি স্টলে রয়েছে দেশী-বিদেশী গাছের সমাহার। মেলার শুরু থেকে ভালো বেচা-কেনা হচ্ছে বলে জানান একাধিক নার্সারির মালিক। এবারের মেলায় ফল গাছের চারার মধ্যে রয়েছে রামবুটান, লংগান, খরচল, চেরিফল, কদবেল, স্বরূপা, সফেদা, আনার, ডালিম, মাল্টা, কমলা, আতাফল, আম, আমলকি, পেয়ারা, বরিশালের আমড়া, জলপাই, লটকন, লেবু, জাম্বুরা, বড়ই, নারকেল, কামরাঙ্গা প্রভৃতি। ঔষধি গাছের চারার মধ্যে রয়েছে নিম, বহেড়া, হরিতকি, এলোভেড়া, ডায়াবেটিস প্রতিরোধের গাছের চারা, পাথরকুচি, বাসক, তুলসী, থানকুনি প্রভৃতি। ফুল গাছের চারার মধ্যে রয়েছে বাগান বিলাস, রঙ্গন, অলকানন্দা, পদ্ম, স্থল পদ্ম, কাঠ গোলাপ, ক্যামেলিয়া, জবা, আনিকা, টগর, পাতা বাহার, মুসনরা, গোলাপ, গাদা, মাধবী লতা, রজনীগন্ধা, আইভিলরা, কলাপাতি, মিনজুরী, তালপাম্প, ছাইপাম্প, পেরিকলা, চাইনিজ বাঁশ, নাকাচুরা, সিজিয়াম, মছন্ডা, শেওড়া, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, ডালিয়া, চায়না রোজ, বেলী, টিউলিপ, সূর্যমুখি, গন্ধরাজ, হাসনাহেনা, নয়নতারা, কবরী, অপরাজিতা, কলমি লতা, কামিনী, কলাবতী, পপি, চামেলী, বকুল, সন্ধ্যা মালতি, অর্কিড, ক্যাকটাস প্রভৃতি। দেশী ও বিদেশী কাঠ গাছের চারা বিক্রি হচ্ছে। মেহগনি, আম, জাম, শিলকড়ই, কদম, ছামল, শিমুল, সেগুন, গামাইর, লম্বু, কুমা, কড়ই, রেইনট্রি প্রভৃতি। রাজু আনিকা নার্সারির মালিক রাজু আহমদ বলেন, আমার নার্সারিতে দুষ্প্রাপ্য দেশী-বিদেশী ঔষধি, ফলের, ফুলের এবং কাঠ গাছের চারা রয়েছে। মেলার আগের দিন দুপুর থেকে বেচা-কেনা শুরু হয়েছে। সকল প্রকার গাছের চারা আছে আমার নার্সারিতে। মা বাবার দোয়া নার্সারির মালিক শাহিদ মিয়া বলেন, আমার নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। ক্রেতারা সকাল থেকে কিনে নিচ্ছেন তাদের পছন্দের চারা গাছ। আশাকরি বেচা-কেনা ভাল হবে। সাজানো বাগান নার্সারির মালিক তৌফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার বেশি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রেখেছি। ক্রেতাদের পছন্দের চারা গাছ আছে নার্সারিতে। গত বছরের মতো চারা গাছের দাম সমমানে রেখেছি। সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ বলেন, এবারের মেলায় আগের দিন থেকে বেচা-কেনা শুরু হয়েছে। বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রতিটি নার্সারিতে রয়েছে। প্রত্যেক নার্সারিতে ক্রেতাদের পছন্দের চারা আছে। মেলায় বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি পাবে। আশাকরি আগামী ৩১ আগস্ট পর্যন্ত মেলায় ভাল বেচা-কেনা হবে। গাছ রোপণের মাধ্যমে দেশে বনায়ন বৃদ্ধি পাবে এবং সুস্থ পরিবেশ তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য