সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ শাল্লায় গুরুত্বপূর্ণ স্থানে নেই প্রকল্প : হুমকির মুখে বোরো ফসল শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ, কুশিয়ারা নদীর পাড় কেটে সাবাড় হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন শান্তিগঞ্জে দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই পদত্যাগ করলেন নাহিদ ইসলাম টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু পথে যেতে যেতে পথচারী সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধান থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন আলোকিত মানুষ সেচ নিয়ে দিশেহারা কৃষক, বোরো জমির মাটি ফেটে গেছে দিরাই বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ হাওরে বৃক্ষরোপণের জায়গা পাচ্ছেনা পাউবো! বিএনপি’র ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সম্মাননা প্রদান আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা সিলেটসহ আরো ৪ বিভাগে শুরু হলো সমতায় তারুণ্য প্রকল্প

শহীদ লে.কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী স্মরণে সভা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:১৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:১৯:৪৫ পূর্বাহ্ন
শহীদ লে.কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী স্মরণে সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের কৃতী সন্তান, ২০০৯ সালে ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞে শহীদ লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটন স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও শহীদ লে.কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনের বড়ভাই হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী সালেহ আহমদ, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল ও অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সাধারণ স¤পাদক অ্যাড. শেরেনূর আলী, বর্তমান সাধারণ স¤পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাড. রবিউল লেইস রোকেশ, অ্যাড. বজলুর রশীদ, অ্যাড. নাজনীন বেগম, অ্যাড. রুহুল তুহিন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সহ-সভাপতি ও কবি ও লেখক সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, জেলা জামাতের নায়েবে আমীর অ্যাড. শামস উদ্দীন, জেলা বিএনপি নেতা অ্যাড. মাসুক আলম, মুনাজ্জির হোসেন সুজন, কবি রেহান উদ্দিন রেজু, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে, অ্যাড. খলিল রহমান, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন। সভায় শহীদ লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটন স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সভা সঞ্চালনা করেন জেলা উদীচী’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দরবার হলে বিডিআর বিদ্রোহ শুরু হয়। ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। ওই হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। ২৫ ফেব্রুয়ারি বিডিয়ার জওয়ানদের নারকীয় হত্যাযজ্ঞে রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ওই সময় কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনও শহীদ হন। এসব কর্মকর্তাকে হত্যা করায় দেশের বড় ক্ষতি হয়েছে। বিডিআর বিদ্রোহে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারা বলেন, বেদনার মধ্যেও কিছু কিছু মৃত্যু নিয়ে অহংকার করা যায়। আমাদের সুনামগঞ্জের কৃতী সন্তান লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনকে নিয়ে ও আমরা অহংকার করতে পারি। কারণ তিনি সৎ ছিলেন। তিনি শহীদ হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ

অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ