সুনামগঞ্জ , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল তিন দপ্তরের ছুটি বাতিল গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে ৫১ হাজার, নিখোঁজ ১১০০০ ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার বিএনপি’র ঈদ পুনর্মিলনী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উৎসব ডাকসু নির্বাচনের কমিশন গঠন মে মাসে এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো ১১৮ বার সুনামগঞ্জ শহরের শৃঙ্খলার জন্য অগ্নি স্নানে শুচি হোক ধরা নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায় বোরো ধান কাটার ধুম, হাওরে বৈশাখী হাসি আমাদের পহেলা বৈশাখ ছাতকসহ দেশের ১০ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

চেম্বার অব কমার্সের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
চেম্বার অব কমার্সের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় বিষয়ে জেলার ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল হক, রেনু মিয়া, মিলন কান্তি দে, মোহাম্মদ আলী খুশনূর, আবু সাঈদ মোহাম্মদ খালিদ, জিএম তাশহিজ, রাজিব রায়, মোহাম্মদ এনামুল হক, আনসারুল হক বাবু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, চেম্বার অব কমার্সের জুবায়ের আহমদ প্রমুখ। সভায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে নতুন আঙ্গিকে চালু করতে আসবাবপত্র, ব্যাংক হিসাব, মূল্যবান কাজপত্র খুঁজে দেখা, সংস্কারসহ নানা আলোচনা হয়। বক্তারা বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে ঢেলে সাজিয়ে তোলতে এবং একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলতে মামলার জটিলতা নিরসন করে নির্বাচনী কার্যক্রম শুরু করা উচিত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে নির্বাচন স¤পন্ন করতে ১২০ দিনের মধ্যে সম্ভব নয়। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে চেম্বার নিয়ে ২০১৩ সালে দায়েরকৃত মামলার জটিলতা আগে সমাধান করতে হবে। সুনামগঞ্জ চেম্বারকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ৩ ডিসেম্বর জেলা প্রশাসক মহোদয়ের কাছে চিঠি আসে। পরে জেলা প্রশাসকের নির্দেশে ১২ ডিসেম্বর আমরা চেম্বার অব কমার্সের ক্ষয়ক্ষতি পরিদর্শন করি। কিন্তু এ সময় চেম্বারের সচিবকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মতবিনিময় সভায় পরিদর্শনকালে ৫ আগস্টের সময় ভাঙচুর করার বিভিন্ন আলামত প্রদর্শন করেন সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আকরাম উদ্দিন, জাকির হোসেন, দেওয়ান গিয়াস চৌধুরী, শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস, ওসমান গণি, আহমদ কবির, রাজু আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স