সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ শাল্লায় গুরুত্বপূর্ণ স্থানে নেই প্রকল্প : হুমকির মুখে বোরো ফসল শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ, কুশিয়ারা নদীর পাড় কেটে সাবাড় হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন শান্তিগঞ্জে দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই পদত্যাগ করলেন নাহিদ ইসলাম টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু পথে যেতে যেতে পথচারী সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধান থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন আলোকিত মানুষ সেচ নিয়ে দিশেহারা কৃষক, বোরো জমির মাটি ফেটে গেছে দিরাই বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ হাওরে বৃক্ষরোপণের জায়গা পাচ্ছেনা পাউবো! বিএনপি’র ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সম্মাননা প্রদান আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা সিলেটসহ আরো ৪ বিভাগে শুরু হলো সমতায় তারুণ্য প্রকল্প

চেম্বার অব কমার্সের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
চেম্বার অব কমার্সের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় বিষয়ে জেলার ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল হক, রেনু মিয়া, মিলন কান্তি দে, মোহাম্মদ আলী খুশনূর, আবু সাঈদ মোহাম্মদ খালিদ, জিএম তাশহিজ, রাজিব রায়, মোহাম্মদ এনামুল হক, আনসারুল হক বাবু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, চেম্বার অব কমার্সের জুবায়ের আহমদ প্রমুখ। সভায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে নতুন আঙ্গিকে চালু করতে আসবাবপত্র, ব্যাংক হিসাব, মূল্যবান কাজপত্র খুঁজে দেখা, সংস্কারসহ নানা আলোচনা হয়। বক্তারা বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে ঢেলে সাজিয়ে তোলতে এবং একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলতে মামলার জটিলতা নিরসন করে নির্বাচনী কার্যক্রম শুরু করা উচিত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে নির্বাচন স¤পন্ন করতে ১২০ দিনের মধ্যে সম্ভব নয়। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে চেম্বার নিয়ে ২০১৩ সালে দায়েরকৃত মামলার জটিলতা আগে সমাধান করতে হবে। সুনামগঞ্জ চেম্বারকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ৩ ডিসেম্বর জেলা প্রশাসক মহোদয়ের কাছে চিঠি আসে। পরে জেলা প্রশাসকের নির্দেশে ১২ ডিসেম্বর আমরা চেম্বার অব কমার্সের ক্ষয়ক্ষতি পরিদর্শন করি। কিন্তু এ সময় চেম্বারের সচিবকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মতবিনিময় সভায় পরিদর্শনকালে ৫ আগস্টের সময় ভাঙচুর করার বিভিন্ন আলামত প্রদর্শন করেন সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আকরাম উদ্দিন, জাকির হোসেন, দেওয়ান গিয়াস চৌধুরী, শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস, ওসমান গণি, আহমদ কবির, রাজু আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ

অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ