সুনামগঞ্জ , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত চারটি নৌ-অ্যাম্বুলেন্স অকেজো একদিনও সেবা পায়নি চার উপজেলার মানুষ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:০২:০০ পূর্বাহ্ন
হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :: অনিয়ম-অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে বিভিন্ন উপজেলার কৃষক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার বেলা ১২টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে চলামান ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনো ৬০ ভাগ কাজ শেষ হয়নি। বাঁধের কাজ অসম্পূর্ণ থাকলেও প্রতিদিন খাতা-কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা বলেন, বাঁধের কাজে নিয়োজিতদের গাফিলতির কারণে ফসলডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করা হবে। মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম বাঁধের কাজে কোনো দলীয়করণ করবেন না। কিন্তু বিগত সময়ের মতো এবারও দলীয়করণ হয়েছে। একারণে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে ৯০ ভাগ কাজ শেষ যা সম্পূর্ণই মিথ্যা। আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো অনেক উপজেলায় বাঁধের কাজ হচ্ছে। অথচ পানি উন্নয়ন বোর্ড বলছে কাজ শেষ পর্যায়ে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- এবার যদি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে তাহলে কৃষকদের সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রতিটি উপজেলা থেকে মামলা করবে হাওর বাঁচাও আন্দোলন। আমরা চাই কৃষকের ফসলের সুরক্ষা। অন্যথায় কঠোর আন্দোলন হবে। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শহীদনূর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাইদ, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গণি আনসারী, সাধারণ সম্পাদক হাসান বশির, হাওর বাঁচাও আন্দোলন নেতা নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত