সুনামগঞ্জ , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু পথে যেতে যেতে পথচারী সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধান থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন আলোকিত মানুষ সেচ নিয়ে দিশেহারা কৃষক, বোরো জমির মাটি ফেটে গেছে দিরাই বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ হাওরে বৃক্ষরোপণের জায়গা পাচ্ছেনা পাউবো! বিএনপি’র ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সম্মাননা প্রদান আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা সিলেটসহ আরো ৪ বিভাগে শুরু হলো সমতায় তারুণ্য প্রকল্প সড়কগুলোর কাজ শেষের পথে, এখনো মিলেনি সেতু নির্মাণের চূড়ান্ত অনুমোদন ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৮:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৮:৩৫:০১ অপরাহ্ন
তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার::
‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​​​​​​র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
সভায় বক্তারা স্থানীয় সরকারের গুরুত্ব, জনসেবায় স্থানীয় সরকারের ভূমিকা এবং তরুণদের দেশ গঠনে স্থানীয় সরকারের সাথে কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মোল হক নাসরুম প্রমূখ।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া স্থানীয় সরকারের উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণকে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আরও বেশি করে যুক্ত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ‘স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের সরকার। জনগণের চাহিদা ও সমস্যা সমাধানে স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের এই দেশ গঠনে আরও বেশি করে যুক্ত হতে হবে। স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তারা তাদের এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে বলে বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু