সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:২৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:২৬:০১ পূর্বাহ্ন
বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বিকেলে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক। বইমেলায় বইয়ের মাধ্যমে জ্ঞানের বিনিময় ঘটে। বইমেলা মানে শুধু বই কেনা-বেচার স্থান নয়, বরং বুদ্ধিবৃত্তিক আলোচনার মিলনমেলা। তিনি বলেন, বই পড়ার মধ্য দিয়ে সুনাগরিক তৈরি হয়, পৃথিবীর উন্নয়ন ঘটে, সমাজের শান্তি-শৃঙ্খলা সুন্দরভাবে রক্ষা করা যায়। আর মূলত এগুলোই হলো বই পড়ার উদ্দেশ্য। বই পড়লে সবচেয়ে বড় যে লাভটা হয় তা হলো নতুন-নতুন জ্ঞানের তৈরি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে নতুন-নতুন প্রশ্ন তৈরি হয়, যে এই বিষয়টি তো আমি এই বইয়ে একরকম পড়েছি এই বইয়ে তিনি আরেক রকম লিখলেন কেন? এই যে প্রশ্ন করার একটা প্রবণতা তৈরি হয় তা শিশুদের মেধা বিকাশে সহযোগী হয়। শিশুদের ক্রিয়াশীল ও উদ্ভাবনশীল হতে সহযোগিতা করে এর মধ্য দিয়ে পৃথিবীতে বৈজ্ঞানিকেরা তৈরি হয়। এজন্য সবাইকে বেশি বেশি করে বই পড়তে হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি কবি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমান, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, কোষাধ্যক্ষ মাহবুবুল হাসান শাহীন, সদস্য মো. শাহীনুর রহমান, এডভোকেট এনাম আহমদ প্রমুখ। বইমেলায় দেশের স্বনামধন্য বই প্রকাশনী সংস্থার স্টল রয়েছে। বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি থাকছে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এছাড়াও, তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধকরণ এবং লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল