পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচার বিভাগ-এর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হল রুমে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির।
কনফারেন্সে ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন। এছাড়া ভূমি অপরাধ ও প্রতিকার বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী জজ তাসনিয়া হোসেন।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈনুদ্দীন সোহেল, জেল সুপার মাঈন উদ্দিন ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির বিচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকল্পে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান। কনফারেন্সে ফৌজদারি বিচারব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ