জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা
- আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ - এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের হাছননগরস্থ ইরা’র কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, মাহরুবা খানম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রচার ও গণমাধ্যম বিষয়ক স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, যুব বিষয়ক স¤পাদক সেরুজ্জামান, অর্থ সম্পাদক আলাল উদ্দিন, সদস্য ফারুক মিয়া, রুহুল আমিন, অ্যাডভোকেট খাদিজা কলি, ইরা’র ফাইন্যান্স ম্যানেজার মো. সামসুদ্দিন কয়েস প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফয়সল আহমদ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ