সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

শাল্লায় ভাঙা হলো বিদ্যালয়ের ভালো ভবন!

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:১৯:০৯ অপরাহ্ন
শাল্লায় ভাঙা হলো বিদ্যালয়ের ভালো ভবন!
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দাউদপুর গ্রামে অবস্থিত দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভালো ভবন ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে উপজেলা মাসিক সাধারণ সভায়। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ওই মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভায়ই বিদ্যালয়ের ভালো ভবন ভাঙার প্রতিবাদ করা হয়। কেন ও কার নির্দেশে বিদ্যালয়টির ভবন ভাঙা হল - সভায় এমন প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি। এর দায়ও নিতে চায়নি কোন দপ্তর। সভায় বক্তারা বলেন, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনটি ভাঙা হয়েছে সেটি আগে নির্মিত হলেও এর অবকাঠামো মজবুত ছিল। এই ভবনটি আরো ব্যবহার করা যেত। ভবনটি ভেঙে ফেলায় সরকারি অর্থের অপচয় হয়েছে। সভায় আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান বলেন, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভালো একটি ভবন ভেঙে ফেলা হয়েছে। একই কথার প্রতিধ্বনি করে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ আব্দুল আউয়াল বলেন, একটি স্কুলের ভালো ভবন ভাঙা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। অথচ ঝুকিপূর্ণ স্কুলগুলোর বিষয়ে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। সভায় উপস্থিত উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। একই কথা শোনা গেল এলজিইডি কর্মকর্তাদের কাছেও। খোঁজ নিয়ে জানা যায়- অভিযোগের তীর উঠেছে পূর্বে দায়িত্বে থাকা বিতর্কিত শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে গাজীপুরে বদলি হওয়া আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমি তো নতুন এসেছি এ উপজেলায়। এসব কিছু আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টি। অপরদিকে, আইনশৃঙ্খলা কমিটির সভায় উঠে আসে অপারেশন ডেভিল হান্টের মামলায় নিরীহ মানুষের নাম রয়েছে। অথচ আসল ডেভিলদের নাম নেই। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যদি কোন নিরপরাধ ব্যক্তির নাম মামলায় তাকে সেক্ষেত্রে তদন্ত করে সে নাম বাদ দেয়া হবে বলে জানান তিনি। মাসিক সাধারণ সভায় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স