সুনামগঞ্জ , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার ঘুম ভাঙলেই বাবার জন্য কান্না করে দুই অবুঝ শিশু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রঙ্গালয়ের ‘ডেথ সার্কেল’ সিলেটে মঞ্চস্থ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন
রঙ্গালয়ের ‘ডেথ সার্কেল’ সিলেটে মঞ্চস্থ
স্টাফ রিপোর্টার :: সিলেটের জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ সার্কেল’। সুত্রধর থিয়েটারের আয়োজনে এবং রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের পরিবেশনায় এই নাটকটি দর্শকদের এক গভীর নাট্য-অভিজ্ঞতা উপহার দেয়। কাহিনী, অভিনয় ও আলোকসজ্জার অপূর্ব সমন্বয়ে এটি সিলেটের নাট্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। নাটকটির রচয়িতা সুফি সুফিয়ান এবং নির্দেশনায় ছিলেন আব্দুল্লাহ আশরাফ। নাটকটির কাহিনি পিপড়ার জীবনাচরণকে প্রতীক হিসেবে ব্যবহার করে সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে। অপরাধ, নৈতিকতা ও মৃত্যুর দোদুল্যমানতা নিয়ে রচিত এ নাটক দর্শকদের ভাবনার নতুন দিগন্তে নিয়ে গেছে। নাটকের প্রধান চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন তামিম রায়হান (সর্দার চরিত্র), অলিদ হাসান তানভির (অপরাধী পিপড়ে চরিত্র) এবং জিহান যোবায়ের (সন্ন্যাসী চরিত্র)। তাদের নিখুঁত অভিনয়ে নাটকটি প্রাণ পেয়েছে। এছাড়া, জোনাকি পাল, পূজা তালুকদার, তন্না দাস, ফারহান চৌধুরী, সূচনা এবং রনি - সবাই তাদের চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের সংলাপ ও শরীরী ভাষা দর্শকদের মুগ্ধ করেছে। নাটকের আলোকসজ্জা, সঙ্গীত এবং মঞ্চ পরিকল্পনায় ছিল অভিনবত্ব। প্রতিটি দৃশ্যই শিল্পসুষমায় পরিপূর্ণ ছিল, যা দর্শকদের মঞ্চের সঙ্গে আবদ্ধ করে রেখেছিল। আলো ও ছায়ার চমৎকার মিশ্রণে সৃষ্টি হয়েছিল এক রহস্যময় পরিবেশ, যা নাটকের ভাবগাম্ভীর্য আরও বাড়িয়ে তোলে। স্থানীয় নাট্যপ্রেমীরা নাটকটি দেখে অভিভূত হয়েছেন। দর্শকদের মতে, এ ধরনের সৃজনশীল উপস্থাপনা সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে সহায়ক হতে পারে। সুত্রধর থিয়েটার ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের এ যৌথ প্রয়াস থিয়েটার চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ‘ডেথ সার্কেল’ শুধু একটি নাটক নয়, এটি সিলেটের থিয়েটার সংস্কৃতির এক অনন্য সংযোজন। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের শৈল্পিক দক্ষতা ও সুত্রধর থিয়েটারের সৃজনশীলতা মিলে নাটকটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা স্থানীয় নাট্যপ্রেমীদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স