সুনামগঞ্জ , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও চার বাম দল এইচএসসিতে ফল বিপর্যয়, অভিভাবকরা হতাশ যাদুকাটা নদীর তীরে গ্রামবাসীর মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি শাল্লায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার সই হল ‘জুলাই সনদ’ বালু লুটের অভিযোগে মামলা,আসামির তালিকায় প্রতিবাদকারীদের নাম জেলা প্রশাসককে পেয়ে গ্রামবাসী উচ্ছ্বসিত সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ সিলেট বোর্ডে ইংরেজিতেই ফল বিপর্যয় ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিজান চৌধুরী খাসিয়ামারা নদীতে বালুখেকো সিন্ডিকেট বেপরোয়া যাদুকাটার বালু লুটের সময় ‘টুঁ শব্দ’ না করলেও কাজ শেষে প্রতিবাদ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন: ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ঋণ পরিশোধের পরও বৃদ্ধার বসতঘরে সুদখোরের তালা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি শহীদ মিনার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি ‘মব’ সৃষ্টি করে যাদুকাটার বালু লুট জড়িত একাধিক সিন্ডিকেট যাদুকাটায় ‘মব সৃষ্টি করে’ বালু লুট, বন্ধ না হলে নদী ভাঙন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে

রঙ্গালয়ের ‘ডেথ সার্কেল’ সিলেটে মঞ্চস্থ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন
রঙ্গালয়ের ‘ডেথ সার্কেল’ সিলেটে মঞ্চস্থ
স্টাফ রিপোর্টার :: সিলেটের জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ সার্কেল’। সুত্রধর থিয়েটারের আয়োজনে এবং রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের পরিবেশনায় এই নাটকটি দর্শকদের এক গভীর নাট্য-অভিজ্ঞতা উপহার দেয়। কাহিনী, অভিনয় ও আলোকসজ্জার অপূর্ব সমন্বয়ে এটি সিলেটের নাট্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। নাটকটির রচয়িতা সুফি সুফিয়ান এবং নির্দেশনায় ছিলেন আব্দুল্লাহ আশরাফ। নাটকটির কাহিনি পিপড়ার জীবনাচরণকে প্রতীক হিসেবে ব্যবহার করে সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে। অপরাধ, নৈতিকতা ও মৃত্যুর দোদুল্যমানতা নিয়ে রচিত এ নাটক দর্শকদের ভাবনার নতুন দিগন্তে নিয়ে গেছে। নাটকের প্রধান চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন তামিম রায়হান (সর্দার চরিত্র), অলিদ হাসান তানভির (অপরাধী পিপড়ে চরিত্র) এবং জিহান যোবায়ের (সন্ন্যাসী চরিত্র)। তাদের নিখুঁত অভিনয়ে নাটকটি প্রাণ পেয়েছে। এছাড়া, জোনাকি পাল, পূজা তালুকদার, তন্না দাস, ফারহান চৌধুরী, সূচনা এবং রনি - সবাই তাদের চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের সংলাপ ও শরীরী ভাষা দর্শকদের মুগ্ধ করেছে। নাটকের আলোকসজ্জা, সঙ্গীত এবং মঞ্চ পরিকল্পনায় ছিল অভিনবত্ব। প্রতিটি দৃশ্যই শিল্পসুষমায় পরিপূর্ণ ছিল, যা দর্শকদের মঞ্চের সঙ্গে আবদ্ধ করে রেখেছিল। আলো ও ছায়ার চমৎকার মিশ্রণে সৃষ্টি হয়েছিল এক রহস্যময় পরিবেশ, যা নাটকের ভাবগাম্ভীর্য আরও বাড়িয়ে তোলে। স্থানীয় নাট্যপ্রেমীরা নাটকটি দেখে অভিভূত হয়েছেন। দর্শকদের মতে, এ ধরনের সৃজনশীল উপস্থাপনা সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে সহায়ক হতে পারে। সুত্রধর থিয়েটার ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের এ যৌথ প্রয়াস থিয়েটার চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ‘ডেথ সার্কেল’ শুধু একটি নাটক নয়, এটি সিলেটের থিয়েটার সংস্কৃতির এক অনন্য সংযোজন। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের শৈল্পিক দক্ষতা ও সুত্রধর থিয়েটারের সৃজনশীলতা মিলে নাটকটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা স্থানীয় নাট্যপ্রেমীদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সই হল ‘জুলাই সনদ’

সই হল ‘জুলাই সনদ’