অবৈধভাবে বালু পাচার যুবককে কারাদন্ড, দুটি ট্রাক্টর জব্দ
- আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০২:২৮:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০২:২৮:১২ পূর্বাহ্ন
![অবৈধভাবে বালু পাচার যুবককে কারাদন্ড, দুটি ট্রাক্টর জব্দ অবৈধভাবে বালু পাচার যুবককে কারাদন্ড, দুটি ট্রাক্টর জব্দ](https://sunamkantha.com/public/postimages/67ae55dc9e263.jpg)
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু পাচারের দায়ে মুর্শেদ আলম (৩৬) নামে এক যুবককে সাত দিনের কারাদ- ও বালু ভর্তি দুটি ট্রাক্টর ট্রলি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহ¯পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রিটিশ সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুটি ট্রালি আটক করা হয়। এসময় বালু পাচারে জড়িত থাকায় মুর্শেদ আলমকে সাত দিনের কারাদ- দেয়া হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ