সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ এনসিপি’র সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

জামালগঞ্জে দেবোত্তর সম্পত্তি দখলে দু’দফা হামলা, আহত ১৫

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০২:২৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০২:২৪:১৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে দেবোত্তর সম্পত্তি দখলে দু’দফা হামলা, আহত ১৫
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে দেবোত্তর সম্পত্তি দখল নেওয়াকে কেন্দ্র করে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজাবাজ গ্রামের লোকজনের ওপর হামলা চালিয়েছে ভীমখালী ইউনিয়নের পার্শ্ববর্তী পূর্ব-রাজাবাজ গ্রামের আব্দুস সোবহান, একরাম উল্লাহ, রুস্তুম আলী, লাল মিয়া গং এর নেতৃত্বে শতাধিক লোক। এঘটনায় উভয়পক্ষে সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত ৭জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৬ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পুরাতন রাজাবাজ গ্রামের বিপ্রেশ তালুকদার (৪০), পিন্টু তালুকদার (৩৫), মিন্টু তালুকদার (৪০), বকুল তালুকদার (৪৫), বিজিত তালুকদার (৩২), হীরা তালুকদার (৪০), লক্ষ্মীকান্ত তালুকদার (৫০), সাগর তালুকদার (২৫), পুতুল তালুকদার (৪০), বাপ্পী রাণী তালুকদার (৪০), প্রদীপ তালুকদার (৩৫) এবং পূর্ব-রাজাবাজ গ্রামের হাফিজ উদ্দিন (৪৫), হালিম উদ্দিন (৪০), মাইন উল্লাহ (২৫), ফারুক মিয়া (৩২)। জামালগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন। তারা উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিষয়টি আপোষ মীমাংসার আশ্বাস দিয়েছেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, হিন্দু অধ্যুষিত প্রাচীন বসতি রাজাবাজ গ্রামে কালীমন্দিরের নামে ডোবা/পুকুর আকারের (ঘটনাস্থল) প্রায় ১একর ২৪ শতাংশ দেবোত্তর ভূমি রয়েছে। যার, দাগ নং-৫৪, খতিয়ান নং-২৫২, জেএল নং-৬০, মৌজা রফিনগর। গ্রামবাসীর যৌথ তালুক মালিকানা থেকে উক্ত ভূমি স্থানীয় কালীমন্দিরের নামে উৎসর্গ করেন রাজাবাজ গ্রামের লোকজন। এই ডোবা বিক্রির আয় দিয়ে রাজাবাজ গ্রামের লোকেরা তাদের বিভিন্ন পূজা-পার্বণ ও অনুষ্ঠানাধির আর্থিক সংস্থান করে থাকেন। উক্ত ডোবায় দীর্ঘদিন ধরে তালুক মালিকানা দাবি করে আসছেন পার্শ্ববর্তী ভীমখালী ইউনিয়নের নতুন বসতি পূর্ব-রাজাবাজ গ্রামের কতিপয় লোকজন। এনিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে উক্ত ডোবা থেকে রাজাবাজ গ্রামের এক কৃষক ধান ক্ষেতে পানি সেচ করতে গেলে বুধবার (১২ ফেব্রুয়ারি) লাঠিসোটা নিয়ে গিয়ে তাকে পানি সেচে বাধা দেয় পূর্ব-রাজাবাজ গ্রামের সংগঠিত একদল লোক। পুরাতন রাজাবাজ গ্রামের জনৈক কৃষককে মারধর করে পানি সেচের পা¤পমেশিন ছিনিয়ে নিতে গেলে তার চিৎকারে আশপাশের গ্রামের লোকজন জড়ো হন। এক পর্যায়ে পূর্ব-রাজাবাজ গ্রামের সশস্ত্র লোকেরা পুরাতন রাজাবাজ গ্রামের নিরীহ লোকদের উপর স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘণ্টাব্যাপী উভয়পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়। উপস্থিত আশপাশ গ্রামের উপস্থিত লোকজনের মধ্যস্থতায় একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ থামানো হয়। সংঘর্ষে উভয়পক্ষে গুরুতর আহত ১৩জনকে তাৎক্ষণিক সিলেট ও সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপরই দ্বিতীয় দফায় পূর্ব-রাজাবাজ গ্রামের একদল লোক পুরাতন রাজাবাজ গ্রামে বাড়ি-ঘরে গিয়ে হামলা চালায় ও দোকান লুটপাট করে। এসময় বাড়িতে থাকা নারীদের মারধর করা হয়। গ্রামের বাপ্পী রাণীকে মারধর করে তার দোকান ঘরে লুটপাট চালিয়ে দোকানে থাকা নগদ টাকা, এন্ড্রয়েড মোবাইল ফোন ও মালামাল নিয়ে যায়। এই ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরাতন রাজাবাজ গ্রামের লোকজন জানান, পূর্ব-রাজাবাজ গ্রামের লোকেরা আবারো হামলা চালানোর জন্য দিনভর অস্ত্র-শস্ত্র জড়ো করছে। তারা যে কোনো সময় আবারো হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন পুরাতন রাজাবাজ গ্রামের লোকেরা। এ ব্যাপারে ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জানান, তারা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে উভয়পক্ষকে কোন রকম বিশৃঙ্খলা না করতে ও শান্ত থাকার আহ্বান জানিয়ে এসেছেন। তারা আরো জানান, এ বিষয়ে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) জামালগঞ্জ থানায় বসে থানার অফিসার ইনচার্জসহ বিষয়টি আপোষ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরো জানান, লাগোয়া দুই ইউনিয়নের চেয়ারম্যান সেখানে গিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে বিষয়টি থানায় বসে আপোষ-মীমাংসার উদ্যোগ নিয়েছেন। এরপরও যদি পুনরায় উভয়পক্ষে এনিয়ে উত্তেজনা দেখা দেয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত”

এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত”