ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০২:১৮:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০২:১৮:৫৮ পূর্বাহ্ন
![ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার](https://sunamkantha.com/public/postimages/67ae53b289236.jpeg)
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়া গ্রামে বুধবার রাতে ডেভিল হান্ট অভিযান চালিয়ে তারেক রহমান তারিফ (২৪) নামের তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য পদে রয়েছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, গত বছরের ৭ডিসেম্বর ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে বুধবার রাত পৌনে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। বৃহ¯পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ