সুনামগঞ্জ , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ এনসিপি’র সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!
দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন

বিএনপি’র সমাবেশে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:৫৯:১৭ অপরাহ্ন
বিএনপি’র সমাবেশে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টার :: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন’র সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সরকারের কাছে আমাদের দাবি থাকবে সামনে রমজান মাস আসছে, আপনারা অনতিবিলম্বে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমাধান করুন। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। নির্বাচন নিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কার করবেন ঠিক আছে, যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমরা আহ্বান করছি এই অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে। তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির অসংখ্য-অগণিত নেতাকর্মী ও সমর্থক রয়েছেন, যারা বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার বারবার নির্যাতনের শিকার হয়েও দলবদল বা বিএনপি’র রাজনীতি থেকে দূরে সরে যাননি তাদেরকে আগামীতে মূল্যায়ন করা হবে। বিএনপিতে কোনো দলবদল করা নেতাকর্মী কিংবা হাইব্রিড নেতাদের যুক্ত করা যাবে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাই আমি আপনাদেরকে বলছি আপনারা চোখ-কান খোলা রাখুন। আমাদের আন্দোলন শেষ হয়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরিফুল হক চৌধুরী বলেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সুনামগঞ্জের প্রত্যেকটি খাতে উন্নয়ন হবেই হবে। তিনি বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে-গঞ্জের মানুষ মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সালমা নজির, অ্যাডভোকেট শেরেনূর আলী, আনহার উদ্দিন, ফারুক আহমেদ, আব্দুল মুত্তালিব খান, ফারুক আহমদ, আনছার উদ্দিন, মাসুক আলম, জেলা কৃষকদলের সভাপতি আনিসুল হক, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর শওকত, মুনাজ্জির হোসেন সুজন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, কামরুজ্জামান কামরুল, অশোক তালুকদার, জেলা যুবদলের সভাপতি আমিনুর রশীদ আমীন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স