সুনামগঞ্জ , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী ভাঙন আতঙ্কে সুরমাপাড়ের মানুষ জলমহাল শুকিয়ে মাছ ধরা যাবে না : জেলা প্রশাসক জেলা প্রশাসকের আশ্বাসে নৌ-ধর্মঘট প্রত্যাহার আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা বিএনপি’র সমাবেশে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিএনজি-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮ জামালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন টাঙ্গুয়ার হাওরে লাগানো হবে ৩০ হাজার হিজল-করচ ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী’র মৃত্যুবার্ষিকী পালিত সীমান্ত পেরিয়ে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু নিখোঁজ যুবকের লাশ মিলল নদীতে স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা এবারও আসছে তীব্র তাপপ্রবাহ, নেই তেমন প্রস্তুতি ফারিহা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন পাটলাই নদীতে নাব্যতা সংকট : নৌজটে দুর্ভোগ, লোকসান শান্তিগঞ্জে বিলের পানিতে ফসলডুবির শঙ্কা ঢিলেঢালাভাবে চলছে বাঁধের কাজ, বিল ছাড়ে বিলম্বকেই দায়ী করছে পিআইসি শাল্লায় বাঁধের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক শুরু হলো সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট জামালগঞ্জে অগ্নিকান্ডে দোকান, স’মিল ভস্মিভূত নর্থ ইস্ট আইডিয়াল কলেজে ‘তারুণ্যে উৎসব’ উদযাপিত
প্রাথমিকে নিয়োগের দাবি

আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সুনামকণ্ঠ ডেস্ক :: সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়। এর আগে সন্ধ্যায় সচিবালয় থেকে ফিরে কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তারা। ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনা করতে যান। আলোচনায় অংশগ্রহণকারীদের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন- সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে। তিনি বলেন, সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বলেন, আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ দেওয়া হয়। নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। এর আগে গত সোমবার সকালে শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। দুপুরের দিকে পুলিশ তাদের জলকামান ও লাঠিপেটা করে সরিয়ে দিলে কিছুক্ষণ পর জাদুঘরের সামনে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করেন। ওরে শহীদ মিনারে রাতযাপন করে মঙ্গলবার সকালে পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা এখনো সেখানেই অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স