সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

সমাজব্যবস্থাকে শান্তি ও জনকল্যাণের পক্ষে আরও অনুকূল করে তোলতে হবে

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন
সমাজব্যবস্থাকে শান্তি ও জনকল্যাণের পক্ষে আরও অনুকূল করে তোলতে হবে
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে সুনামগঞ্জ শহরের জনাকীর্ণ ষোলঘর পয়েন্ট থেকে অপহৃত হয়েছিল অষ্টম শ্রেণিতে পড়–য়া শিশু আবু দাউদ নাহিয়ান এবং বুদ্ধি খাটিয়ে অপহরণকারীদের খপ্পর থেকে সে নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ নিয়ে একটি পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘শান্ত ও নিরিবিলি সুনামগঞ্জে এরকম শিশু অপহরণের খবর এর আগে আমরা শুনিনি।’ একথা সত্য যে, এভাবে শিশু অপহরণের ঘটনা না ঘটলেও সুনামগঞ্জকে কীছুতেই ‘শান্ত ও নিরিবিলি’ শহর বলা যায় না। কারণ সুনামগঞ্জ অশান্তির উৎস বিদ্যমান আর্থসামাজিক বিন্যাসকাঠামোর বাইরে স্থিত কোন স্থান নয়। এখানে সমাজমানসতায় মানুষ মানুষের বন্ধু, সামাজিক কর্তব্যের উচ্চচেতনা অনুপস্থিত ও সামাজিক স্বার্থ লঙ্ঘনের প্রতি নিরাপোস রাষ্ট্রনীতি কার্যকর নয়। এই কারণে এখানে কাঠামোগত সহিংসতার ছাতার নীচে ফল্গুধারার মতো বয়ে চলেছে ‘শান্ত ও নিরিবিলি’ প্রপঞ্চের সম্পূর্ণ এক বিপরীত প্রকৃতির ¯্রােত। সেটাকে প্রত্যক্ষ করতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না, একটু সচেতন হলেই হয়। ভুলে গেলে চলবে না, এই শহরে প্রকাশ্য দিবালোকে কোপিয়ে মানুষ হত্যার দৃষ্টান্ত আছে। হাওর বাঁচাও আন্দোলনের নেতাকে এখানে হত্যা করা হয়েছে। এভাবে সন্ধান অব্যাহত রাখলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বেই। আসলে রাজনীতিক সমাজের প্রশ্রয়ে তলে তলে অপরাধীচক্র এখানেও সক্রিয় আছে, কালেভদ্রে ক্ষণিকের জন্য একটু-আধটু মুখ দেখিয়ে ‘শান্ত-নিরিবিলি’ শহরকে ভেংচি কেটে, নিজের অস্তিত্বের জানান দিয়ে বীভৎস মুখটা একটু লুকিয়ে রাখে মাত্র। ঘটনাটা অনেকটা ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’র মতো, কিন্তু প্রয়োজনে ভয়ঙ্কর হতে কসুর করে না। এই মুখ লুকিয়ে রাখাটাও তার একটা মৌলিক নীতি। অযথাই কাউকে ভয় পাইয়ে দিতে চায় না। কিন্তু আসলে দেশের অন্যান্য অপরাধপ্রবণ স্থানের মতো এখানে বেশি করে ভয়ঙ্কর হতে হয় না। সিভিল সার্জনের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হলে সেটাকে প- করে দিতে ক্ষমতাসীন দলের সমর্থিত ছাত্র সংগঠনের কোনও এক সভাপতি বা সম্পাদককে মানববন্ধনের জমায়েতের উপর চড়াও করে দিলেই কাজ চুকেবুকে যায়, এর বেশি হিং¯্র হতে হয় না। সুতরাং এদিক থেকে বিবেচনায় এই শহর ‘শান্ত-নিরিবিলি’ তো বটেই, তাতে কোনও সন্দেহ নেই। তৎপরে বলার আর কীছু নেই। আপাতত কেবল বলি, আইন-শৃঙ্খলা রক্ষার্থে এই সমাজব্যবস্থাকে শান্তি ও জনকল্যাণের পক্ষে আরও অনুকূল করে তোলতে হবে। অন্যথায় অপরাধী চক্র অপহরণ, মানবাঙ্গ পাচারসহ মানব পাচারে সক্রিয় থেকে সমাজের সার্বিক শান্তিনাশ ঘটাতেই থাকবে, সম্পদলোভী শয়তানচক্রের অভিপ্রায় অনুসারে যতোটুকু না ঘটালেই নয়। অর্থাৎ সমাজে অশান্তির উৎস এখনও সম্পদসন্ধানী সিন্ডিকেট (চক্র), তার বাইরের কোনও শক্তি নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স