সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) বিরোদা রাণী রায়। তিনি বলেন, শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো শিশুকে মোবাইল ফোন দেয়া যাবে না। মোবাইল ফোন থেকে, টিভি থেকে অর্থাৎ ইলেট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিশুকে নিজেকে গড়ে তোলতে নিজে নিজে শেখার সুযোগ করে দিতে হবে। সুস্থ, সবল রাখতে হাঁটাহাঁটি বা চলাফেরা করতে হবে এবং শিশুদের সাথে মিশতে শেখার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, শিশুকে শ্রেণীকক্ষে প্রবেশের পর অভিভাবকগণ অবশ্যই দূরে থাকতে হবে। নইলে শিশুরা লেখাপড়ায় অমনোযোগী হবে। এতে সে নিজেকে ভাল পরিবেশে গড়ে তোলতে বাধার সম্মুখিন হবে। বিরোদা রাণী রায় আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের নিজে নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা, শরীর চর্চা, শুদ্ধ উচ্চারণে কথা বলা, ভাল কাজ কর্ম বিষয়ে শিক্ষণীয় সকল প্রকার কাজে যুক্ত করা অভিভাবকদের দায়িত্ব। তিনি শিশুদের শিক্ষার অগ্রগতিতে প্রত্যেক অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জজ ও শিক্ষার্থী অভিভাবক ওয়াহিদা নাসরিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লা। শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নাসরীন আক্তার খানমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ