সুনামগঞ্জ , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল তিন দপ্তরের ছুটি বাতিল গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে ৫১ হাজার, নিখোঁজ ১১০০০ ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার বিএনপি’র ঈদ পুনর্মিলনী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উৎসব ডাকসু নির্বাচনের কমিশন গঠন মে মাসে এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো ১১৮ বার সুনামগঞ্জ শহরের শৃঙ্খলার জন্য অগ্নি স্নানে শুচি হোক ধরা নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায় বোরো ধান কাটার ধুম, হাওরে বৈশাখী হাসি আমাদের পহেলা বৈশাখ ছাতকসহ দেশের ১০ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

শহরের পরিচ্ছন্নতা ও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিতকরণে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:১২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:১২:৪৬ পূর্বাহ্ন
শহরের পরিচ্ছন্নতা ও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিতকরণে ব্যবস্থা নিন
একজন লিখেছেন, ‘চাই পরিচ্ছন্ন শহর, সুস্থ-স্বাভাবিক নাগরিক জীবন’। গত সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) তারিখের দৈনিক সুনামকণ্ঠে এমন আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে একজনের লেখায়, তিনি একজন লেখক, কলামিস্ট ও সাহিত্যিক। তিনি তাঁর প্রবন্ধের শেষে লিখেছেন, “শেষ করছি- আমাদের খেলার মাঠে বাণিজ্য মেলা, পশুর হাট ইত্যাদি না করে বিকল্প ব্যবস্থা নিতে হবে। মূল কথা হচ্ছে নাগরিকদের সুবিধার জন্য অতি জরুরি ভিত্তিতে শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বন্ধ করতে হবে, নিয়মিত ময়লা-আবর্জনা সাফ করতে হবে এবং মোটামুটি স্বাভাবিক পরিবেশে যাতে নাগরিকদের পথচলা সহজ হয় সেদিকে দায়িত্বশীল কর্তৃপক্ষের পদক্ষেপ নিতে হবে। চাই পরিচ্ছন্ন শহর। সুস্থ স্বাভাবিক নাগরিক জীবনের জন্য এই দাবি সকল মানুষের।” লেখক, কলামিস্ট ও সাহিত্যিকের সঙ্গে একাত্ম হয়ে সমাজের সকলেই সকল সমস্যার সমাধান চাই। কিন্তু সমস্যা হলো আমরা নিজেরাই বা নির্দিষ্ট করে বললে নিজেদের একাংশ যেখানে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করি সেখানে আরেকাংশ সমস্যা নিরসনের প্রত্যাশা করি। প্রত্যাশা করি এজন্যে যে, আমরা নিরসন প্রত্যাশীরা রাষ্ট্র বা সরকার চালাই না, সমাজ-রাষ্ট্র-সরকার পরিচালনার ভার দিয়ে দেই অপরাংশের হাতে, যারা অনবরত সমস্যার সৃষ্টি করে। সুতরাং কোথায় কাকে কুকুরে কামড়ালো, কোথায় রাস্তায় বাতি নেই, কোথায় কে অসুস্থ, কোথায় কোন ড্রেনে ময়লা জমে আছে জনপদের এবংবিধ পরিচ্ছন্নতা ও নাগরিক সুস্থতা নিয়ে তাদের কোনও করণীয় নেই, যাকে বলে- মাথা ব্যথা নেই। তারা ক্ষমতা দখল, নয়া ঔপনিবেশিকদের দালালি, বিদেশে সম্পদ পাচার, দেশের ভেতরে বাণিজ্য ও দখল, আত্মসাৎ ও লুটপাট নিয়ে ব্যস্ত থাকেন। সুতরাং দেশের রাজনীতির সারর্থ দাঁড়ায় দুর্নীতি, আধিপত্য, সর্বস্তৃত কাঠামোগত সহিংসতা ইত্যাদির বিস্তার ও চর্চার মাধ্যমে জনগণের উপর প্রভুত্ব ব্যঞ্জক শাসন-শোষণ পরিচালনা। কোনও শহরে পরিচ্ছন্নতা বা কুকুর তাড়ানোর সঙ্গে এখনকার রাজনীতির কোনও যোগ নেই, যোগ নেই পরিচ্ছন্ন শহর, সুস্থ-স্বাভাবিক নাগরিক জীবন’ নিশ্চিত করার। বুঝতে হবে যে, রাজনীতি হলো রাষ্ট্রের ব্যাপারে অংশগ্রহণ, রাষ্ট্র চালানো, রাষ্ট্রের কাজের রূপ, লক্ষ্য ও বিষয় নির্ধারণ করা। যারা এখন রাজনীতি অর্থে রাষ্ট্র পরিচালনা করেন তাঁরা শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ নাগরিক জীবনকে তাঁদের রাজনীতির লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন না, বরং বলা যায়, তাঁরা রাজনীতিকে কৌশলে মাৎস্যন্যায়নীতিতে পর্যবসিত করে ব্যক্তিগত সম্পদসঞ্চয়ের লক্ষ্য করে তোলেছেন। তথাকথিত পরিচ্ছন্নতা ও সুস্থ নাগরিক জীবন চাইলে প্রত্যাশীদের রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করতে হবে, তার আগে নির্ধারণ করতে হবে কোন আর্থসামাজিক বিন্যাসকাঠামোর মাধ্যমে কাজটি করতে হবে। বর্তমান বিন্যাসকাঠামো টিকিয়ে রেখে তা কখনওই হবে না। আপাতত লেখক, কলামিস্ট ও সাহিত্যিকের অভিপ্রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি যে, শহরের পরিচ্ছন্নতা ও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিতকরণে ব্যবস্থা নিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স