সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১২:৩৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১২:৩৯:১৯ পূর্বাহ্ন
বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার ::
‘এক ভুবন এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ইশারা ভাষার গুরুত্ব এবং সর্বজনীন ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা বলেন, ইশারা ভাষা কেবল বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বক্তারা আরও বলেন, ইশারা ভাষার প্রসার এবং উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সভায় জানানো হয় বর্তমানে সুনামগঞ্জ জেলায় বাক প্রতিবন্ধী লোক রয়েছেন ৩৮৪৪ জন, যার মধ্যে পুরুষ ২১৫৫ জন, মহিলা ১৬৮৮ জন ও হিজড়া ১ জন। শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন ২৫৩৩ জন, যার মধ্যে পুরুষ ১৩০৩ জন, মহিলা ১২২৯ জন ও হিজড়া ১ জন। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সনামগঞ্জ শুরু থেকে এখন পর্যন্ত ৫২ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে হেয়ারিং এইড (শ্রবণ যন্ত্র) প্রদান করেছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাগণ এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স