প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন
- আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:৪৪:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০১:৪৪:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনী খেলায় ফ্যান্টম গ্রুপ বনাম অ্যাপোলো সোলজার্স ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, শারীরিক-মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধনসহ সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা করা। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ