নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১০:১৫:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১০:১৫:৫২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হোক সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় হাছননগরস্থ আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ স্যানেটারি ইন্সপেক্টর শেখর পাল, জেলা ক্যাবের সভাপতি নাসিরুল হক আফিন্দী, সাধারণ স¤পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ)’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার প্রমুখ। এ ক্যাম্পেইনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ