মধ্যনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
- আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১০:১৪:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১০:১৪:৩৩ পূর্বাহ্ন
![মধ্যনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত মধ্যনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত](https://sunamkantha.com/public/postimages/67a4372965529.jpg)
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার গলইখালীস্থ অজিৎ স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে সদর ইউনিয়নের গলইখালী গ্রামে প্রায় দুই হাজারের অধিক বই সংরক্ষিত প্রতিষ্ঠান “অজিৎ স্মৃতি পাঠাগার” কার্যালয়ে “পড়িলে বই, আলোকিত হই”এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রন্থপাঠ ও আলোচনায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়াও পাঠাগারে সর্বোচ্চ পাঠকদের সনদ, অতিথিদের উত্তরীয় ও বই উপহার দেন কবি অসীম সরকার।
পাঠাগারের স্বত্বাধিকারী কবি অসীম সরকারের উপস্থাপনায় বক্তব্যে সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনূস মিয়া, ধনঞ্জয় চাকলাদার, শিক্ষিকা তপতী তালুকদার, কবি অজয় রায়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ