গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২৪:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২৪:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ। বুধবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক স¤পাদক সুয়েব আহমেদ, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোশাহিদ মিল্টন, গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, হান্নান আকাশ, রোমেন আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা মোজাহিদ আলী খোকন, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ