সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল মলমূত্রের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ওয়াস ব্লক নির্মাণের দাবি সড়কের জায়গায় উচ্ছেদ-দখলের খেলা কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারে দেড় হাজার একর জমির ক্ষতির অভিযোগ : ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ ট্রাকচালককে আটক করতে গিয়ে তোপের মুখে এসিল্যান্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সভা হাওরের পানি নিষ্কাশনের ১২ রেগুলেটর অকেজো ফসলরক্ষা বাঁধের কাজ, শাল্লায় লেজেগোবরে পিআইসি সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলামকে প্রার্থী করার দাবি ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মপাশায় বাঁধের কমপেকশন সঠিকভাবে হয়নি, পিআইসি’র সভাপতিকে শোকজ হাওরের পরিকল্পিত উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি দেখার হাওরে ফসলরক্ষা বাঁধে ধস নাটক ‘হা হা কার’ মঞ্চস্থ টাঙ্গুয়ার হাওরে ২৪টি নিষিদ্ধ রিং জাল জব্দ সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন গুম-খুনের বিচার অগ্রাধিকার দিয়ে করতে হবে: ডা. শফিকুর রহমান হাওরে ইজারা প্রথা বন্ধের দাবি সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ

বিল শুকিয়ে মাছ শিকার বন্ধ হোক

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২১:৪০ পূর্বাহ্ন
বিল শুকিয়ে মাছ শিকার বন্ধ হোক
গণতন্ত্র নিয়ে একটা বিখ্যাত দৃষ্টান্ত আছে। বলা হয়, আপনি আপনার হাতের ছড়ি যতো ইচ্ছে যেভাবে ইচ্ছে ঘুরাতে থাকুন, আমার কোনও আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখবেন, আমার নাকে যেন ছড়ির স্পর্শ না লাগে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এতোটাই ষড়রিপুর বশীভূত যে তারা আত্মপরতার বাইরে কীছুতেই অধিষ্ঠিত হতে পারেন না। নিজের ভালো করতে গিয়ে পড়শির ক্ষতি করতে পর্যন্ত কসুর করেন না। এই কারণেই বোধ করি আমাদের দেশে গণতান্ত্রিক সংস্কৃতির এতো অভাব। এর প্রতিফলন ঘটছে বিল ইজারা নিয়ে মাছ শিকারের ক্ষেত্রে। সেখানে ইজারাদার ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়েছে। ইজারাকৃত বিল থেকে যেভাবে ইচ্ছে সেভাবে মাছ ইজারাদার ধরতেই পারেন, কিন্তু গণতান্ত্রিকতা অনুসারে বিল শুকিয়ে মাছ শিকারে গিয়ে জল শুকিয়ে জলের অভাব ঘটিয়ে কৃষকের জমি অনাবাদি রাখার কারণ হয়ে উঠতে পারেন না। এটি একটি গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার বা করার ঘটনা। কাঠামোগত সহিংসতার ব্যাপক বিস্তৃতির কারণে এমন ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটছে, হাজারে হাজার। কিন্তু প্রবলের ভয়ে দুর্বল কর্তৃক এমন সহিংস ও সন্ত্রাসী ঘটনার প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারছেন না সাধারণ মানুষ। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার তার একটু ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এইভাবে গণতান্ত্রিক অধিকার ক্ষুণœ হওয়ার কারণে তার প্রতিকার চেয়ে এক কৃষক এক ইজারাদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। গত বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) দৈনিক সুনামকণ্ঠের একটি সংবাদ শিরোনাম ছিল, “কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারে দেড় হাজার একর জমির ক্ষতির অভিযোগ : ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের”। আমরা ইজারাদার কর্তৃক নিপীড়িত এই কৃষকের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এবংবিধ গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার প্রতিবিধান করার দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে, বিল শুকিয়ে মাছ শিকার আইনত একটি অপরাধ, সে-অপরাধের কী বিচার করবেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে ন্যস্ত রইল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স