সুনামগঞ্জ , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কের জায়গায় উচ্ছেদ-দখলের খেলা কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারে দেড় হাজার একর জমির ক্ষতির অভিযোগ : ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ ট্রাকচালককে আটক করতে গিয়ে তোপের মুখে এসিল্যান্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সভা হাওরের পানি নিষ্কাশনের ১২ রেগুলেটর অকেজো ফসলরক্ষা বাঁধের কাজ, শাল্লায় লেজেগোবরে পিআইসি সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলামকে প্রার্থী করার দাবি ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মপাশায় বাঁধের কমপেকশন সঠিকভাবে হয়নি, পিআইসি’র সভাপতিকে শোকজ হাওরের পরিকল্পিত উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি দেখার হাওরে ফসলরক্ষা বাঁধে ধস নাটক ‘হা হা কার’ মঞ্চস্থ টাঙ্গুয়ার হাওরে ২৪টি নিষিদ্ধ রিং জাল জব্দ সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন গুম-খুনের বিচার অগ্রাধিকার দিয়ে করতে হবে: ডা. শফিকুর রহমান হাওরে ইজারা প্রথা বন্ধের দাবি সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল-হামরা থেকে খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১০:০৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:০৩:৪৬ পূর্বাহ্ন
আল-হামরা থেকে খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ জানুয়ারি সিলেটের আল হামরা বিপণিবিতানের চতুর্থ তলার নূরানী জুয়েলার্স নামের একটি দোকানের তালা ভেঙে সোনা চুরির ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করেন। সোমবার কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কামাল্ল্যা ইউনিয়নের নেয়ামতপুর এলাকা থেকে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীর (২৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার স্পেশাল টিম গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নূরানী জুয়েলার্স চুরি হওয়া স্বর্ণালংকারের জব্দ তালিকা জব্দ করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে তার দেখানো মতে ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে আল-হামরা মার্কেটে সংঘটিত চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ সোহেল দেবনাথ (৪২), মো. আবুল হোসেন (৫৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররকৃত ৩ আসামির কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। সিলেট নগরের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স