সুনামগঞ্জ , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল তিন দপ্তরের ছুটি বাতিল গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে ৫১ হাজার, নিখোঁজ ১১০০০ ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার বিএনপি’র ঈদ পুনর্মিলনী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উৎসব ডাকসু নির্বাচনের কমিশন গঠন মে মাসে এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো ১১৮ বার সুনামগঞ্জ শহরের শৃঙ্খলার জন্য অগ্নি স্নানে শুচি হোক ধরা নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায় বোরো ধান কাটার ধুম, হাওরে বৈশাখী হাসি আমাদের পহেলা বৈশাখ ছাতকসহ দেশের ১০ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা
প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা : অতিরিক্ত সহকারী কর কমিশনার কর অঞ্চল সুনামগঞ্জ (সার্কেল-১৮) এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. আব্দুল বাছিত বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা। কর প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি কেবল নিজের দায়িত্বই পালন করেন না, বরং জাতীয় অগ্রগতিতেও সরাসরি অবদান রাখেন। কর প্রদানের সঠিক ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হাছন নগরস্থ কার্যালয়ে সমিতির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি মনোনীত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সংবর্ধিত মিজানুর রহমান মিঠুর পেশাগত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রত্না সাহা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, আয়কর আইনজীবী রজত কান্তি দাস। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, এই সম্মাননা শুধুমাত্র আমার একার অর্জন নয়, এটি সবার সহযোগিতা ও সমর্থনের ফলাফল। তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব এবং এ ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। করদাতাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা নির্দ্বিধায় কর প্রদান করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন। অনুষ্ঠানে সংবর্ধিত ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ সমিতির নেতৃবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স