মাওলানা শামছুল হকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার নুরপুর বায়তুল হামদ জামে মসজিদের ইমাম ও খতিব কারী মাওলানা মো. শামছুল হকের উদ্যোগে এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭নং ওয়ার্ডের নুরপুর গ্রামের দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মাওলানা শামছুল হক বসুন্ধরা ইনভেস্টমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় সোমবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭নং ওয়ার্ডের নুরপুর গ্রামের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। এ সময় ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ