বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ
- আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৪১:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৯:৪১:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, ফুচকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটর সাইকেল জব্দ করেছে ২৮ বিজিবি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে চেংবিল, শিলডোয়ার, লালঘাট, মোকামছড়া ও বড়ছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ফুচকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মটর সাইকেল জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৬৭ হজার ৯৬০ টাকা। এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সীমান্ত পিলার-১২১৫/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও নামক স্থানে মালিকবিহীন ২৫১৬০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা। অভিযানে সর্বমোট ৫৫ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা মূল্যের ঔষধসহ অন্যান্য মালামাল জব্দ করে বিজিবি।
এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটক মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ