কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে : হাসনাত
- আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:৪৭:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:৪৭:৫৯ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
“দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদের সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর” - এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুøাহ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে হাসনাত আরও লেখেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা? দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদের সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ