জেলা সদরের পাশে সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি
- আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৪৯:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:৪৯:৪৭ পূর্বাহ্ন
জেলা সদরের পাশে সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি
স্টাফ রিপোর্টার ::
জেলা সদরের পাশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে সর্বস্তরের মানুষের দাবির যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যা¤পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির পক্ষে সুবিপ্রবির ভিসি অধ্যাপক ড. নিজাম উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যা¤পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির নেতৃবৃন্দ জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যা¤পাস হিসেবে শান্তিগঞ্জের কয়েকটি আলাদা আলাদা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকম-লীর জ্ঞানের আলো থেকে জেলাবাসী বঞ্চিত হচ্ছেন। সুনামগঞ্জ জেলা শহরে শান্তিগঞ্জের তুলনায় অস্থায়ী ক্যা¤পাস স্থাপনের উপযোগী ও বড় পরিসরের বহু শিক্ষাপ্রতিষ্ঠান আছে। যা বর্তমান অস্থায়ী ক্যা¤পাস থেকে অনেক ভালো হবে বলে আন্দোলন কমিটি মনে করে। বিষয়টি নিয়ে ভিসি মহোদয় বিভিন্ন কথা বলেছেন। কিছু বিষয়ে একমত ও কিছু বিষয়ে উনার নিজস্ব মত দিয়েছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ সময় কথা বলেছেন ভিসি অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ