টাঙ্গুয়ার হাওরে ২৪টি নিষিদ্ধ রিং জাল জব্দ
- আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৪৩:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০১:০৬:৩১ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার সীমানাধীন টাঙ্গুয়ার হাওরের আওতায় থাকা তেকুইন্না, বাল্লারডোবা ও বেরবেইরা বিলে অভিযান চালিয়ে ২৪নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়েছে। হাওরের দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র সংরক্ষণ করার লক্ষ্যে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মধ্যনগর উপজেলা প্রশাসন ও ধর্মপাশা উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, ধর্মপাশা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, মধ্যনগর থানার এসআই আলমগীর হোসেন প্রমুখ। ওইদিনই জনসম্মুখে নিষিদ্ধ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ