জেলা জাপা’র নবনির্বাচিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে শুভেচ্ছা জ্ঞাপন
- আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:২১:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:২১:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক মনির উদ্দিন মনিরকে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা জাতীয় যুব সংহতি’র নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিমবাজারস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে মনির উদ্দিন ও মোহাম্মদ আলী খুশনুরকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ দিন পরে হলেও জাতীয় পার্টির তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বের হাতে জেলা জাতীয় পার্টির কমিটি তুলে দেওয়ার জন্য আমরা আনন্দিত ও উজ্জীবিত। তারা বলেন, মোহাম্মদ আলী খুশনুর এবং মনির উদ্দিন মনির এ জেলার জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঐক্যের প্রতীক। তারা জাতীয় পার্টি নেতা-কর্মীদের আস্থা ও ভালবাসার প্রতীক। জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন আহ্বায়কের নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক শাহিন আহমেদ মিন্টু, যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহমদ, যুব সংহতি নেতা পীর এনামুল হক শাহরুক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, জাপা নেতা আনোয়ার হোসেন, জয়নাল মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ