সুনামগঞ্জ , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ

কবি নাসের রাজার জন্মদিন পালন করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:১৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:৪২:০৫ পূর্বাহ্ন
কবি নাসের রাজার জন্মদিন পালন করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
স্টাফ রিপোর্টার ::​​​
আত্মোপলব্ধির কবি দেওয়ান নাসের রাজার জন্মদিন পালন করেছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ কনফারেন্স হলে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমান এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি ও গবেষক অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ও লেখক কুমার সৌরভ, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল এবং কবি ও গবেষক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ- সভাপতি আহমেদ নূর আলবাব, সুবল বিশ্বাস, মোর্শেদ আলম, মো. মোছায়েল আহমদ, প্রভাষক মোশারফ হোসেন বাবলু, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মো. ছায়েদুল ইসলাম, প্রভাষক কবির মিয়া, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার, সমাজকর্মী সেলিম আহমদ, সংস্কৃতিকর্মী কে জি মানব, কবি ওবায়দুল হক, সমাজ উন্নয়নকর্মী মো. ওবায়দুল হক মিলন, শিক্ষক জুয়েল চক্রবর্তী, মো. রইসুজ্জামান, মো. আলমগীর শাহ, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্য সার্জেন্ট অব. জিয়াউর রহমান, লাকী বিশ্বাস, শম্পা শিমু, গিলেমান আলম, আদিল আরমান প্রমুখ। আলোচকগণ বলেন, মরমী কবি দেওয়ান হাছন রাজা ও জল-জোছনার কবি দেওয়ান মমিনুল মউজদীনের সুযোগ্য উত্তরসূরী দেওয়ান নাসের রাজার কবিতায় আত্মোপলব্ধির অনুভব পাওয়া যায়। জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি শব্দে শব্দে সাজিয়েছেন। ধীর-স্থির শান্ত অনুভবগুলো রাগী সময়ের আহাজারি। একদিকে পরমাত্মার সন্ধান অন্যদিকে মানবমুক্তি এবং আত্মজাগরণের পথ খুঁজে পাওয়া যায় তাঁর কবিতায়। সুদূর আমেরিকায় বসেও তিনি গ্রাম-বাংলার পল্লী প্রকৃতি এবং মানুষের প্রেম-প্রীতি, আনন্দ-বেদনা ও সংগ্রামের কথা তুলে ধরেছেন তাঁর কবিতায়। এ পর্যন্ত তাঁর ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলো হল- শিমুলফুলে রক্তক্ষরণ, অলংকার ধর্মী রোদ, পালকের পাখি ফিরে ও বৃষ্টিবৃক্ষের সন্ধানে। কবিতা আবৃত্তি, গান ও কেক কেটে এক আড়ম্বর পরিবেশে কবির শুভজন্মদিন উদযাপন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স